স্মার্টফোনের বাজারে এখন মারাত্মক প্রতিযোগিতা। গ্রাহকদের চাহিদাও নানা রকম। কারও চাই ভাল সেলফি ক্যামেরা, তো কারও অন্তত ৩ জিবি RAM চাই। কারও আবার মাথাব্যাথা ফোনের ব্যাটারি আর স্টোরেজ নিয়ে। কেউ আবার সবকিছুর মধ্যেই সামঞ্জস্য চান বাজেটের মধ্যেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জিওকে টেক্কা দিতে একাধিক ‘হাই স্পিড’ ব্রডব্যান্ড প্ল্যান আনছে এই সংস্থা


এবার প্রায় সবকিছুই নিয়ে বাজারে হাজির হচ্ছে Lenovo। সংস্থার নতুন Z5 ফোনে রয়েছে একাধিক চোখ ধাঁধানো ফিচার। সম্প্রতি চিনের ওয়েবসাইট Weibo-তে লেনোভো জেড ৫ মোবাইলটি সম্পর্কে জানানো হয়। এখানেই জানানো হয়েছে, Lenovo Z5 সম্পর্কিত বেশ কিছু চমকে দেওয়া ফিচার। যেমন, এই ফোনে রয়েছে ৪টিবি স্টোরেজ। অর্থাত্, প্রায় ২ হাজার সিনেমা এই ফোনে স্টোর করার জায়গা রয়েছে। সঙ্গে স্টোর করতে পারবেন প্রায় ১.৫ লক্ষ গানও। এ ছাড়াও, এই ওয়েবসাইটটিতে দাবি করা হয়েছে, Lenovo Z5-এ থাকছে একাধিক আকর্ষণীয় ‘সেলফি ফিচার’। তবে এই ফোনে অন্যান্য ফিচারগুলো ঠিক কী কী থাকবে, সে বিষয়টা এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। আগামী মাসেই ফোনটি বাজারে লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে।