ওয়েব ডেস্ক: সস্তা ফোনের কথা তো অনেক শুনছেন। ২৫০ টাকাতেও নাকি স্মার্ট ফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কোনও একটি কোম্পানি। আপনি কত টাকার মোবাইল ফোন ব্যবহার করেন? খুব বেশি হলে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা দামের? কিন্তু জানেন কি একটা মোবাইল ফোনের দাম সবচেয়ে বেশি কত হতে পারে? তাহলে জেনে নিন বিশ্বের সবচেয়ে দামী ৫টি ফোন কোনগুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৫) ডায়মন্ড ক্রিপটো স্মার্ট ফোন- দাম ১.৩ মিলিয়ন ডলার।



৪) গোল্ডভিস লে মিলিয়ন- দাম ১.৩ মিলিয়ন ডলার।



৩) আইফোন 3G কিংস বাটন- দাম ২.৪ মিলিয়ন ডলার।



২) সুপ্রিম গোল্ডস্টিকার আইফোন 3G- দাম ৩.২ মিলিয়ন ডলার।



১) ডায়মন্ড রোজ আইফোন- দাম ৮ মিলিয়ন ডলার।