নিজস্ব প্রতিবেদন: স্মার্টফোনের দুনিয়ায় একের পর এক চমক আনছে চিনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা Xiaomi। Xiaomi-র স্মার্টফোন Redmi Note 5 Pro-এর ব্যাপক বাণিজ্যিক সাফল্যের পর এ বার বাজারে হট কেকের মতো বিক্রি হচ্ছে Redmi Note 6 Pro। এরই মধ্যে সংস্থার পরবর্তী স্মার্টফোনের মূল আকর্ষণ কী হতে চলেছে, তা আগাম জানিয়ে দিল Xiaomi।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি চিনের একটি ওয়েবসাইটে Xiaomi-র প্রেসিডেন্ট লিন বিন জানিয়েছেন, সংস্থার পরবর্তী স্মার্টফোনে থাকতে চলেছে ৪৮ মেগাপিক্সেল সেন্সার। গত অক্টোবরেই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, ২০১৯ সালের শুরুর দিকেই Snapdragon ৬৭৫ চিপসেট-সহ নতুন স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। Qualcomm-এর এই Snapdragon ৬৭৫ চিপসেটে রয়েছে Kryo ৪৬০ সিপিইউ, Adreno ৬১২ জিপিইউ আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইঞ্জিন যা ৪৮ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করে।


ওই চিনা ওয়েবসাইটে ফোনটির একটি ছবিও দিয়েছেন Xiaomi-র প্রেসিডেন্ট। ওই ছবিতেই স্পষ্ট LED ফ্ল্যাশ-সহ ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। লিন বিন জানিয়েছেন, ২০১৯ সালের জানুয়ারির মধ্যেই বাজারে আসবে নতুন এই স্মার্টফোন।