ওয়েব ডেস্ক: অনেকেই বলেন জিয়োমি 'চিনের অ্যাপেল'। তবে স্মার্টফোন জগতে আপেলে প্রথম কামড় স্টিভ জোবস বাসলেও লিই জোনের দ্বিতীয় কামড়ে কিন্তু খুব দ্রুত এশিয়া বাজার দখল করে ফেলেছে জিয়োমি। জিয়োমির লেটেস্ট প্রোডাক্ট Mi5 ও Mi5 Plus নিয়ে চাপানোতর চলছে ফোন উত্সাহীদের কাছে। সূত্রের খবর, আজই লঞ্চ হতে চলেছে জিয়োমির এই স্মার্টফোন।


তবে প্রকাশ পাওয়ার আগেই ফাঁস হয়ে যায় Mi5 ও Mi5 plus-র প্রথম লুকস। Glz China সূত্রের খবর, এই স্মার্টফোনে রয়েছে সম্পূর্ণ HD Resolution ডিসপ্লে। ৫.২ ইঞ্চি স্ক্রিন ও ২.৫ডি কার্ভড গ্লাস থাকতে পারে। এছাড়াও রয়েছে স্নাপড্রাগন ৮২০ চিপসেট, ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ। ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ১৩ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে সূত্রে খবর।