নিজস্ব প্রতিবেদন: লঞ্চ করল Xiaomi-র নতুন বাজেট ফ্যাবলেট Mi Max 3। ডুয়াল সিম Mi Max 3-এ রয়েছে Android অপারেটিং সিস্টেমের সঙ্গে Xiaomi-র নিজস্ব MIUI স্কিন। সঙ্গে রয়েছে অক্টাকোর Snapdragon ৬৩৬ চিপসেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Mi Max 3-এ রয়েছে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে ডিসপ্লের উপরে কোনও কালো নচ থাকবে না। নীল, সোনালি ও কালো এই তিন রঙে মিলবে এই বাজেট ফ্যাবলেট।


Mi Max 3-এর প্রধান আকর্ষণ হল এটির ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা (১২ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সার আর ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার)। এরই সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।



Mi Max 3-এ মিলবে ৫,৫০০ mAh ব্যাটারি সাপোর্ট। এই ফোনটি ৪ জিবি RAM + ৬৪ জিবি ROM ও ৬ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে।


চিনে Mi Max 3-এর ৪ জিবি RAM আর ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১,৬৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ১৭,৩০০ টাকা)। আর ৬ জিবি RAM আর ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১,৯৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ২০,৪০০ টাকা)। ২০ জুলাই থেকে চিনে এই ফোনের প্রি-বুকিং শুরু হবে।