ওয়েব ডেস্ক: কী করে পকেটে ফাটল শাওমির ফোন? ব্যাখ্যা দিন কোম্পানি। দিন কয়েক আগে ওই ঘটনায় শোরগোল পড়ে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। পকেটে ফোন ফেটে থাইয়ে গুরুতর আঘাত পান এক ব্যক্তি। ফোনটি সংগ্রহ করে তদন্ত শুরু করে শাওমি। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার সূত্রপাত অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। দিন কয়েক আগে পকেটে নতুন কেনা শাওমি রেডমি নোট ৪ নিয়ে মোটরবাইক চালাচ্ছিলেন সূ‌র্যকিরণ নামে এক ব্যক্তি। হঠাৎই পকেটে ফোনটিতে বিস্ফোরণ ঘটে। কোনও রকমে পকেট থেকে ফোনটি বার করে ছুঁড়ে ফেলেন সূ‌র্যকিরণ। তারই মধ্যে জ্বলে ‌যায় তাঁর বাম পায়ের থাই। 


ঘটনার পর এক তেলুগু সংবাদমাধ্যমকে সূ‌র্যকিরণ জানিয়েছেন, মাত্র ২০ দিন আগে ফোনটি কিনেছিলেন তিনি। শাওমির কাছে ক্ষতিপূরণ দাবি করে দরকারে আদালতে ‌যাবেন তিনি। 


ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেয় চিনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা শাওমি। ক্ষতিগ্রস্ত ফোনটি সংগ্রহ করে তারা। সেটিকে পরীক্ষা করে তারা জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে বাইরে থেকে অসম্ভব চাপের ফলে বেঁকে গিয়েছিল ফোনটি। তার পরই সেটিতে বিস্ফোরণ ঘটে। বেঁকে গিয়ে ফোনটির স্ক্রিন ফেটে গিয়েছিল বলে জানিয়েছে সংস্থা। তদন্ত জারি রয়েছে বলে জানিয়েছে তারা।


সঙ্গে শাওমির ফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে সংস্থার অনুরোধ, কোনও কারণেই ফোন খোলার চেষ্টা ‌যেন না করেন তাঁরা। কোনও ভাবেই ‌যেন ফুটো না করা হয় ফোনের ব্যাটারি। কোনও কারণে ফোনের ওপর ‌যেন অস্বাভাবিক চাপ না পড়ে সেব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে গ্রাহকদের। 


শাওমির তরফে জানানো হয়েছে, গ্রাহকদের নিরাপত্তাকে সব থেকে বেশি অগ্রাধিকার দেয় তারা। কড়া পরীক্ষার পর প্রতিটি ফোন গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়।