নিজস্ব প্রতিবেদন: ইদানীং সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকটি প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছে একটি খবর। স্মার্টফোনের সঙ্গে ১৪৪ মেগাপিক্সেল ক্যামেরা জুড়ে দিতে চলেছে Xiaomi! সম্প্রতি টিপস্টার সুধাংশু আমভোরের টুইট থেকে এই খবর জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিছুদিন আগে সুধাংশু আমভোরে টুইট করে জানান, স্মার্টফোনের জন্য ১৪৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর তৈরি করছে Xiaomi। Mi CC10 Pro অথবা Mi 10S Pro নামের ফোনে জুড়ে দেওয়া হবে এই এই ১৪৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর।


আরও পড়ুন: করোনা আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হল PUBG!


এর আগে Mi CC9 Pro ও Mi 10 Pro ফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছিল Xiaomi। অনেকেই মনে করছেন, এই দুটি ফেনের ক্যামেরা আপগ্রেড করতে পারে এই চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা। তবে এই ১৪৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর তৈরির বিষয়ে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানায়নি বেজিংয়ের এই সংস্থা। তবে এই ১৪৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন কবে নাগাদ বাজারে আসতে পারে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।