নিজস্ব প্রতিবেদন: এ বার ঘরে বসেই বড় স্ক্রিনে সিনেমা বা খেলা দেখার সুযোগ পাবেন আপনি। কারণ, ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে ৬৫ ইঞ্চির টিভি। ৬৫ ইঞ্চির টিভি ভারতের বাজারে আনছে Xiaomi। সম্প্রতি এ কথা টুইট করে জানিয়েছেন ভারতে Xiaomi-র প্রধান মনু কুমার জৈন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই মুহূর্তে ভারতে সবচেয়ে বড় Xiaomi টিভির মাপ ৫৫ ইঞ্চি। এ বার তার চেয়েও বড় স্ক্রিনের টিভি আনতে চলেছে সংস্থা। জানা গিয়েছে, Xiaomi-র নতুন এই টিভিটি ৭.৫ মিলিমিটার পাতলা। এই টিভিতে থাকছে ডলবি+ডিটিএস (Dolby+DTS) অডিও ইন্টিগ্রেশান আর 4K এইচডিআর সাপোর্ট। টিভির ভিতরে রয়েছে Quad Core Cortex-A53 প্রসেসার। এর সঙ্গেই থাকবে ২ জিবি RAM আর ১৬ জিবি স্টোরেজ। আর্টিফিশায়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ‘ভয়েস কন্ট্রোল সিস্টেম’-এর সাহায্যে Xiaomi Mi টিভি নিয়ন্ত্রণ করা যাবে। টিভির ৬৫ ইঞ্চি ডিসপ্লের চারপাশে থাকবে পাতলা মেটাল বেজেল।


আরও পড়ুন: ফুসফুসকে দিন দূষণ মুক্ত বাতাস! বিক্রি শুরু হল Xiaomi-র অ্যান্টি পলিউশান মাস্ক


চিনে নভেম্বরে লঞ্চ হওয়া ৬৫ ইঞ্চির এই টিভির দাম ৫,৯৯৯ ইউয়ান (ভারতীয় মূদ্রায় যা প্রায় ৬৩,৩০০ টাকা)। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই ভারতে ৬০,০০০ টাকা বা তারও কম দামে ৬৫ ইঞ্চি ডিসপ্লের এই নতুন টিভি লঞ্চ করবে Xiaomi।