ওয়েব ডেস্ক : এখন সবার হাতে স্মার্টফোন। দেশি-বিদেশি নানা ধরনের ব্র্যান্ডের রকমারি ফোন। কিন্তু, আমরা অনেকেই জানি না যে এই ৮টা কাজও অ্যানড্রয়েড ফোনে করা যায়। কী কী?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) আপনার কি অনেকগুলি ফোন নাম্বার? তবে একটাই ডিভাইসে ভার্চুয়াল স্পেস তৈরি করে আপনি প্রতিটি নাম্বারেই আলাদা আলাদাভাবে হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট রাখতে পারেন।


২) পুরনো SMS -এর বদলে হরেক রকমের SMS অ্যাপ ব্যবহার করতে পারেন। যেখানে ইমোজিও থাকবে।


৩) অ্যানিমেশনকে স্লো/ ফাস্ট করতে পারবেন।


৪) SMS-এর ব্যাকআপ রাখতে ও দরকারে রেস্টোর করতে পারবেন।


৫) আপনি নিজেই দেখতে পারবেন আপনার ফোনের চার্জার ও কেবল কেমন কাজ করছে।