ওয়েব ডেস্ক : বাজার কাঁপিয়ে রিলায়েন্স জিও-র প্রবেশ একরকম প্রতিটি টেলিকম সংস্থাকেই শুরুতে বিপাকে ফেলেছল। সেই ধাক্কাকে সামলাতে এয়ারটেল থেকে ভোডাফোন, আইডিয়া থেকে বিএসএনএল...প্রতিটি টেলিকম সংস্থাই নিজেদের ট্যারিফে পরিবর্তন এনেছে। কমানো হয়েছে ট্যারিফ রেটও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মাত্র আড়াইশো টাকায় আনলিমিটেড ব্রডব্যান্ড


তবে, বিএসএনএল-এর মতো সরকারি সংস্থা এবার সেই প্রতিযোগিতার আসরে নেমেছে নতুন ভাবে। এনেছে একের পর এক অত্যন্ত লভোনীয় অফার।


মাত্র আড়াইশো টাকায় আনলিমিটেড ব্রডব্যান্ড প্যাকেজ নিয়ে এল বিএসএনএল। গ্রাহক ধরতে মোট তিন ধরনের পরিকল্পনা বাজারে নিয়ে আসছে বিএসএনএল। প্রথম, মাসে ১১৯৯ টাকা দিলেই বিএসএনএলে পাওয়া যাবে যত ইচ্ছে ফোন কল ও ডেটা ব্যবহারের সুবিধা। দ্বিতীয়, ২৪৯ টাকায় পাওয়া যাবে মাসে আনলিমিটেড ব্রডব্যান্ড ব্যবহার। সেইসঙ্গে রবিবার সারা দিন ও সপ্তাহের বাকি দিনগুলিতে নাইট কলিংয়ের সুবিধা। তিন নম্বর, মাসে ৪৯ টাকা রেন্টালে বিএসএনএল-এর নতুন ল্যান্ড লাইন সংযোগ।


এক নজরে দেখে নিন সেই অফারের খুটিনাটি-