নিজস্ব প্রতিবেদন: মিটিং থেকে পড়াশোনা সবটাই এখন অন্তর্জালে। ভরসা ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ। কিন্তু সেখানে গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার চিন্তা। তাই সুরক্ষা নিশ্চিত করতে নতুন ফিচার নিয়ে এল ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ জুম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভার্চুয়াল জীবন শুরু হওয়ার গোড়ার দিকে প্রশ্নচিহ্ন উঠেছিল জুমের সুরক্ষায়। তারপর থেকেই একের পর এক ফিচার এনে নিজেদের সুরক্ষা বাড়ানোর চেষ্টা করেছে জুম। কিন্তু অভিনব এই ফিচারটি হলো জুমের টু স্টেপ অথেন্টিকেশন। জুম ঘোষণা করেছে গত বছর এই সময় তাদের যা আয় ছিল তার থেকে এখন আয় বেড়েছে প্রায় ৪ গুণ। তারপরই কিছু  বিশেষ গ্রুপের ক্ষেত্রে এই অপশন দিয়েছে জুম।


কীভাবে অন করা যাবে এই ফিচার?
১. প্রথমে অ্যাডমিনদের জুম ড্যাসবোর্ডে সাইন ইন করতে হবে।


২. মেনু থেকে অ্যাডভান্সে গিয়ে সিকিউরিটিতে যেতে হবে।


৩. সেখানে সক্রিয় করতে হবে ‘Sign in with Two-Factor Authentication'  অপশন।


৪. সেখানে নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে ওকে করে সেভ করলেই সক্রিয় হয়ে যাবে টু স্টেপ অথেন্টিকেশন।


আরও পড়ুন: এবার লক্ষ্য ভারতের স্মার্টফোনের বাজার! জলের দরে ১০ কোটি অ্যানড্রয়েড ফোন আনছে Jio!