ওয়েব ডেস্ক: রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন সংসদের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন কেরলের মালাপ্পুরমের সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী ই আহমেদ। আজ যখন সংসদের দুই কক্ষের সামনেই তাঁর বক্তব্য পাঠ করছিলেন রাষ্ট্রপতি, সেসময়ই বুকে ব্যথা অনুভব করেন ৭৮ বছর বয়সী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সবাপতি ই আহমেদ।


আরও পড়ুন- মোদী-ট্রাম্প বন্ধুত্বের জন্যই আমাকে গৃহবন্দী হতে হল : হাফিজ সইদ


ইউপিএ সরকারের এই রাষ্ট্রমন্ত্রী হঠাত্ অসুস্থ হয়ে পড়লে ছুটে আসেন সংসদের কর্মীরা এবং তাঁকে প্রাথমিক চিকিত্সা করা হয়। কিন্ত সাংসদের বুকে ব্যথা না কমায় অবশেষে তাঁকে রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল। প্রধানমন্ত্রী মোদী তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।


আরও পড়ুন- ট্রাম্পের নয়া অভিবাসন নীতিতে মাথায় হাত ভারতীয় তথ্য-প্রযুক্তি দুনিয়ার