ওয়েব ডেস্ক : আরও সস্তা হচ্ছে ই-টিকিট। এবারই প্রথম সাধারণ বাজেটের সঙ্গে একসঙ্গে রেল বাজেট পেশ। আর সেখানে পুরোদস্তুর ডিজিটাইলেজশনের ছোঁয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাজেটে বলা হয়েছে, IRCTC-র মাধ্যমে অনলাইনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এখন থেকে আর কোনও সার্ভিস চার্জ লাগবে না। ফলে সস্তা হচ্ছে ই-টিকিট। বর্তমানে IRCTC-র মাধ্যমে টিকিট কাটার ক্ষেত্রে বাতানুকুল কামরার প্রতি টিকিটে ৪০ টাকা ও স্লিপার ক্লাসের প্রতি টিকিটে ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হয়।


অন্যদিকে, এবারের বাজেটে রেলে যাত্রীভাড়া বাড়ানো নিয়ে কোনও প্রস্তাব করা হয়নি। তবে, ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভবিষ্যতে রেলভাড়া হবে বাজার নির্ভর। IRCTC এবং এরকন-এর মত সংস্থাগুলিকে যুক্ত করা হচ্ছে শেয়ার বাজারের সঙ্গে। 


আরও পড়ুন,