ওয়েব ডেস্ক : এই বাজেট 'উত্তম বাজেট'। বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেটে এবার বিশাল করছাড়ের কথা ঘোষণা করা হয়নি। তবে স্বস্তি দেওয়া হয়েছে মধ্যবিত্তদের। একনজরে দেখে নেওয়া যাক, এবারের বাজেটে কীসের কীসের দাম কমল? আর কীসের কীসের দাম বাড়ল?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দাম কমল


POS মেশিন ও ফিংগারপ্রিন্ট রিডার
অনলাইনে রেল টিকিট
গৃহস্থালীর কাজে ব্যবহৃত RO মেমব্রেন উপাদান
লিক্যুইফায়েড ন্যাচারাল গ্যাস (LNG)
সোলার প্যানেলে ব্যবহৃত সোলার টেম্পার্ড গ্লাস
জ্বালানি ভিত্তিক পাওয়ার জেনারেটর সিস্টেম
বায়ুচালিত এনার্জি জেনারেটর
চামড়াজাত দ্রব্য তৈরিতে ব্যবহৃত ভেজিটেবল ট্যানিং নির্যাস
প্রতিরক্ষা মন্ত্রকের জন্য গ্রুপ ইনসিওরেন্স


দাম বাড়ল


সিগারেট, পান মশলা, সিগার, চুরুট, বিড়ি, তামাকজাত দ্রব্য
LED ল্যাম্প
কাজু বাজাম
অ্যালুমিনিয়াম
পলিমার কোটেড MS টেপ যা অপটিক্যাল উাইবার তৈরিতে ব্যবহার হয়
সিলভার কয়েন ও মেডেল
মোবাইল ফোনের প্রিন্টেড সার্কিট বোর্ড


আরও পড়ুন, ৩ লক্ষ টাকার বেশি নগদে লেনদেন আর নয়