ওয়েব ডেস্ক : এবারই প্রথম কোনও পৃথক রেল বাজেট পেশ করছে না সরকার। স্বাধীন ভারতে এটাই প্রথম সংযুক্ত রেল বাজেট। ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। একনজরে ২০১৭ রেল বাজেট-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

* বরাদ্দ ১ লাখ ৩১ হাজার কোটি। এরমধ্যে ৫৫ হাজার কোটি টাকা দেবে অর্থমন্ত্রক।


* যাত্রী সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিষেবায় জোর। আগামী ৫ বছরের মধ্যে তৈরি করা ১০ লাখ কোটির একটি আলাদা তহবিল।  



* ২০২০ সালের মধ্যে প্রহরীবিহীন ক্রসিং তুলে দেওয়া হবে।


* ৭ হাজার স্টেশনে সৌর বিদ্যুত্।


* রেল লাইনের সম্প্রসারণ ঘটানো হবে। তৈরি করা হবে ৫০০ কিমি নতুন রেলপথ।


* ১৭টি রেল প্রকল্পে আলাদা নজর দেওয়া হবে। রেলের উন্নতিতে জোর দেওয়া হবে PPP মডেলে।


* ২০১৯ সালের মধ্যে রেলের সব কোচে থাকবে বায়ো-টয়লেট।


* ৫০০টি স্টেশনে শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের জন্য তৈরি করা হবে লিফট ও চলমান সিঁড়ি সহ বিশেষ ব্যবস্থা।


* কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মেট্রো রেলে নতুন পলিসি।


* IRCTC-র মাধ্যমে ই-টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সার্ভিস চার্জ তুলে নেওয়া হবে।



আরও পড়ুন, Live Update : সংসদে পেশ করা হচ্ছে বাজেট-২০১৭