এশিয়ান গেমসে দেশকে সোনা এনে দিলেন হরভিন্দর
দুই পায়ের হাঁটুর নিচ থেকে সমস্যা। ভাল করে দাঁড়াতে পারেন না। হাটাহাটি, ছোটাছুটির তো প্রশ্নই নেই। কিন্তু দাঁড়িয়ে বা বসে নির্দিষ্ট লক্ষ্যভেদ করতে তাঁর জুড়ি মেলা ভার। শরীরের বাধা কখনওই তাঁর মনের অন্তরায় হয়ে দাঁড়াতে পারেনি।