ওশেনিয়ার উচ্চতম আগ্নেয়গিরি জয়, বিশ্বরেকর্ড থেকে ২ ধাপ দূরে সত্যরূপ
ফের সত্যরূপের শৃঙ্গ জয়। এবার ওশেনিয়ার উচ্চতম আগ্নেয়গিরি শিখরে উড়ল তেরঙা। প্রথম ভারতীয় হিসেবে পাপুয়া নিউগিনির মাউন্ট গিলাউয়ে জয় করলেন সত্যরূপ সিদ্ধান্ত। আগ্নেয়গিরির সপ্তশৃঙ্গ অভিযানে আর মাত্র দুই শিখর ছুঁলেই বিশ্বরেকর্ড।