জানুয়ারিতে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন এবি ডিভিলিয়ার্স
গত ২৩ মে হঠাত্ করেই অবসরের কথা ঘোষণা করেছিলেন এবি ডিভিলিয়ার্স। হঠাত্ করেই জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নিচ্ছেন। এক লহমায় কোটি কোটি সমর্থকের মন খারাপ হয়ে গিয়েছিল সে খবরে। গোটা ক্রিকেট বিশ্ব মিস্টার ৩৬০ ডিগ্রির এমন ঘোষণায় কার্যত স্তম্ভিত হয়েছিল।