নাগরিকপঞ্জির জের? অসমে ৫ বাঙালি যূুবককে গুলি করে খুন
দিন কয়েক আগেই অসমে শানের বাংলা গান গাওয়ায় যে বাঙালি বিদ্বেষ প্রতিফলিত হয়েছিল, তা এবার আরও ভয়ানক আকার ধারণ করল। বৃহস্পতিবার অসমের তিনসুকিয়া জেলায় ৫ যুবককে খুন করল ইউনাইটেজ লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেন্ডেন্টের জঙ্গিরা।