মা-র জন্মদিনে দেশে ফেরা হল না, আমেরিকায় বন্দুকবাজের গুলিতে হত প্রবাসী ভারতীয়
কথা ছিল বড়দিনের আগেই বাড়ি ফিরবে। তাঁর মায়ের ৯৫ তম জন্মদিন ধুমধাম করা হবে বলে নানা প্ল্যানও সেরে ফেলেছিলেন ৬১ বছরের সুনীল এদলা। কিন্তু তাঁর আর বাড়ি ফেরা হল না। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনটর সিটিতে অজ্ঞাত পরিচয় এক বন্দুকবাজের হাতে খুন হলেন প্রবাসী তেলাঙ্গানার এই পৌঢ়।