মেয়ের সঙ্গে মিউজিক্যাল চেয়ার খেললেন রাই সুন্দরী
মেয়ে আরাধ্যার ৭ বছরের জন্মদিন শুক্রবার নেহাতই ছিমছামভাবে শুধুমাত্র বচ্চন ও রাই পরিবারের সদস্যদের সঙ্গেই সেলিব্রেট করে ঐশ্বর্য-অভইষেক। কেক কাটা, খাওয়া-দাওয়া, নেহাতই সাদামাটা ভাবেই হয় সেলিব্রেশন। তবে রবিবার ফের আরাধ্যার জন্মদিনের সেলিব্রেশনে বিশেষ পার্টির আয়োজন করে বচ্চন পরিবার।