লোকসভায় পদ্ম ফোটানোর দায়িত্বে বাবা, অভিষেকের ঘনিষ্ঠ ছেলে শুভ্রাংশু
কমলিকা সেনগুপ্ত: বাবা বঙ্গ বিজেপির লোকসভা কমিটির প্রধান। লোকসভার রণকৌশল স্থির করবেন তিনিই। অথচ ছেলে তৃণমূলের বিধায়ক। রাজ্য রাজনীতিতে এমন বাবা-ছেলেকে নিয়ে জল্পনা চলছে মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পর থেকেই। শনিবার তা আরও একধাপ এগোল।