শিকার ধরতে এসে নিজেই ফাঁদে পড়ল চিতাবাঘ!
শিকার ধরতে গিয়ে নিজেই ফাঁদে পড়ল চিতাবাঘ। মালবাজার মহকুমার ক্রান্তির মালহাটি চা বাগানের ঘটনা। সোমবার সকালে ভর্মা লাইনে ধরা পড়ে চিতাবাঘটি। তবে বন দফতরের খাঁচায় নয়। শ্রমিকদের পাতা ফাঁস জালে ধরে পড়েছে চিতাবাঘটি। ঘটনাস্থলে মালবাজার এবং কাঠামবাড়ি রেঞ্জের বন কর্মীরা।