``সুন্দর পরিবেশ``, মমতার জমানায় প্রথমবার চলচ্চিত্র উত্সবের মঞ্চে বললেন সৌমিত্র
পরিবর্তনের জমানায় প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের মঞ্চ আলো করলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। একইসঙ্গে বাংলা ছবির শতবর্ষে উপলক্ষে কেআইএফএফ পুরস্কারেও সম্মানি হলেন সত্যজিতের 'ফেলুদা'।