মারাত্মক `নোভেল করোনা` ভাইরাসের আতঙ্কে এখন তটস্থ গোটা বিশ্ব
মারাত্মক এই ভাইরাসের আতঙ্কে এখন তটস্থ গোটা বিশ্ব। কলকাতাসহ বিশ্বজুুড়ে বিভিন্ন বিমানবন্দরে ইতিমধ্যে জারি হয়েছে 'নোভেল করোনা' ভাইরাসের সতর্কতা। চিনে প্রথম দেখা গেলেও, ধীরে ধীরে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে ক্রমেই ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।