পরিশ্রম করে ফলানো ফসলের উপর দিয়ে পাল পাল গরু নিয়ে যায় পাচারকারীরা
দিন-রাত পরিশ্রম করে ফলানো ফসলের উপর দিয়ে পাল পাল গরু নিয়ে যায় পাচারকারীরা। ফলে মাঠেই থেঁতলে নষ্ট হয়ে যাচ্ছে কালঘাম ছুটিয়ে ফলানো ফসল। কৃষকদের অভিযোগ, পুলিস-প্রশাসন এর সঙ্গে জড়িত। রয়েছে কাটমানির কারবারও। তাই অভিযোগ করেও মেলেনি ফল। তবে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রশাসনের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে বিডিও বলছেন, এমন কোনও অভিযোগের কথা তিনি জানেন না।