করোনা ভাইরাস: বেলেঘাটা আইডিতে তৈরি বিশেষ আইসোলেশন ওয়ার্ড
করোনা ভাইরাস নিয়ে গ্লোবাল এমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। সেই মতো তৈরি কলকাতাও। বেলেঘাটা আইডিতে তৈরি বিশেষ আইসোলেশন ওয়ার্ড। শহরের পাঁচ মেডিক্যাল কলেজে তৈরি আইসোলেশন ওয়ার্ড। কথায় বলে, "Prevention is better than cure", সেই পথেই হাঁটছে রাজ্যের স্বাস্থ্য দফতর।