খবরের কাগজ, পোস্টারের টুকরো ছিঁড়েই ছবি আঁকেন ব্যান্ডেলের শিল্পী তপন সাহা
রঙ-তুলি নয়, খবরের কাগজ, পোস্টারের টুকরো ছিঁড়েই ছবি আঁকেন ব্যান্ডেলের শিল্পী তপন সাহা। হঠাত্ দেখলে জলরঙ বলে ভুল করবেন। এমন সূক্ষ কোলাজের কাজ আগে কখনও দেখেছেন? স্যালুট তাঁকে ও তাঁর সৃষ্টিকে। #Thearttheartist #art