Vijay Diwas: বিজয় দিবসে ফোর্ট উইলিয়ামে সেনার উদযাপন | Zee 24 Ghanta

Sat, 16 Dec 2023-9:17 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাসমারহে মুক্তিযুদ্ধ বিজয় দিবস পালিত হল ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে। উপস্থিত ছিলেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত শীর্ষকর্তা থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন তাঁরা। পূর্বাঞ্চলীয় সেনার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতাও বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আকাশ থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার থেকে বিজয় স্মারকে পুষ্পবৃষ্টি করেও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। ছিলেন কলকাতা পুলিসের কমিশনার বিনীত গোয়েলও। এরপর সাংবাদিক বৈঠকে পূর্বাঞ্চলীয় সেনার কমান্ডার মুক্তিযুদ্ধে জয়ের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করেন এবং দু'দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বলেন, সব সম্পর্কেই ওঠাপড়া থাকে। সেটা ওঠাপড়া দূর করতে সব পক্ষই সচেষ্ট রয়েছে। মূলত ভারত সম্পর্কে বাংলাদেশের বাসিন্দাদের একাংশের বিরূপ মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবেই এই কথা জানান তিনি।
তিনি আরও বলেন, চিনের হাতে তিব্বত অটোনমাস রিজিয়নের নতুন নামকরণ ভারতের নিজের সীমানা রক্ষায় কোনও বদল আনতে পারবে না। ভারত সম্পূর্ণ প্রস্তুত নিজেদের এলাকাকে রক্ষার জন্য।
মণিপুর প্রশ্নে তিনি জানিয়েছেন, ‘মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এখন। আলোচনা যত এগোবে, তত পরিস্থিতির উন্নতি হবে। গতকালই চূরাচাঁদপুর এবং কাংপক্ষী এলাকার নিহতদের দেহ হস্তান্তর করে তাদের শেষকৃত্য করা হয়েছে। তবে আপনারা জানেন, দুই পক্ষের কাছেই পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ছিল এবং পরশি মায়ানমারের অশান্ত পরিস্থিতিও কনট্রিবিউট করেছে।‘
ভুটানের মাটিতে চিনা কনস্ট্রাকশন প্রশ্নে পূর্বাঞ্চলীয় সেনার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতা বলেন, ‘আন্তর্দেশীয় সম্পর্কের ব্যপারে বিদেশ মন্ত্রক মন্তব্য করতে পারবে। কিন্তু, ট্রাই জংশনের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব সুনিশ্চিত করার প্রশ্নে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত’।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link