হিন্দু ধর্মে নতুন বছরের শুরু হয়, ডিসেম্বর মাসের পর অর্থা জানুয়ারি মাস থেকে। তবে শাস্ত্রগুলিতে এই নববর্ষ সম্পর্কে কোনও উল্লেখ নেই।
হরিদ্বারের জ্যোতিষী শাস্ত্রজ্ঞ পণ্ডিত শশাঙ্ক শেখর শর্মা জানান, ২০২৫-এ শনি ও বৃহস্পতির জায়গা পরিবর্তন হবে।
জ্যোতিষীয় গণনায় বৃহস্পতি গ্রহ ১২ থেকে ১৩ মাসে রাশিচক্র পরিবর্তন করে, আবার শনি গ্রহ ৩০ থেকে ৩১ মাসে রাশিচক্র পরিবর্তন করে।
শনিগ্রহ এবং বৃহস্পতি গ্রহের রাশিচক্র পরিবর্তনের ফলে কিছু রাশির জাতকদের জন্য অর্থ, সম্মান, পারিবারিক সুখ, ভৌতিক সুখ ইত্যাদি সব কিছু প্রদান করবে।
পণ্ডিত শশাঙ্ক শর্মা বলেন শনি ও বৃহস্পতি গ্রহের পরিবর্তনের প্রভাব ১২ টি রাশির ওপর পড়বে।
২০২৫- এ মার্চ মাসে শনি দেব তাঁর স্বরাশির কুম্ভ থেকে বেরিয়ে বৃহস্পতি গ্রহের মীন রাশিতে প্রবেশ করবেন। ফলে এই রাশির জাতকদের আর্থিক সমস্যা না হলেও, স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু সমস্যা দেখা দেবে।
শনি রাশির পরিবর্তনের ফলে, ২৯ মার্চের পর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থ কষ্ট দূর হবে।
২৯ মার্চ মকর রাশির সাড়েসাতী শেষ হবে এবং এই রাশির জাতকদের জীবনে উন্নতির নতুন সুযোগ আসবে এবং যে সমস্যাগুলি চলছিল তা শেষ হতে চলেছে।
২০২৫- এ মে মাসে বৃহস্পতি গ্রহ বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবেন। এই গ্রহের মিথুন রাশিতে প্রবেশ করার ফলে সমস্ত রাশির উপর এর প্রভাব পড়বে।
এই রাশির জাতকরা কোনো সমস্যার সম্মুখীন হবেন না, তবে বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করলে বৃষ রাশির জাতকদের আর্থিক ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে হবে। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)