সুযোগসন্ধানী

যারা সবসময় নিজের স্বার্থসিদ্ধির সুযোগ খোঁজেন এবং অন্যের প্রয়োজনের কথা ভাবেন না, তাদের থেকে সতর্ক থাকা উচিৎ।

অহংকারী সহকর্মী

যারা নিজেরাই সবকিছু জানে বলে মনে করেন এবং অপরের মতামতকে অবহেলা করেন, এ ধরনের ব্যক্তিরা দলগত কাজের পরিবেশকে নষ্ট করেন

চাপ প্রয়োগকারী

যারা অন্যের ওপর চাপ তৈরি করে নিজের কাজ সহজ করতে চান, এদের সাথে কাজ করলে মানসিক চাপ বাড়তে পারে।

অতিরিক্ত প্রতিযোগিতামূলক ব্যক্তি

যারা সবসময় প্রতিযোগিতা খোঁজেন এবং অন্যের সাফল্যকে হিংসা করেন, এদের থেকে দূরে থাকাই ভালো।

অসহযোগী

যারা নিজেদের কোনও তথ্য জানাতে চান না আর অন্যের উন্নতিতে বাঁধা দেন, এরকম ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন।

সমালোচক

যারা অযথা অন্যের খুঁত ধরেন বা ক্ষতি করার চেষ্টা করেন, এনাদের এড়িয়ে চলুন।

শোনার থেকে বেশি বলতে পছন্দ করেন

যারা অপরের কথা শোনা বা বোঝার থেকে বেশি নিজের কথা বলতে এবং চাপিয়ে দিতে পছন্দ করেন, এনারা কাজের উন্নতিকে ব্যাহত করতে পারে।

গুজব রটানোয় পারদর্শী

যারা অফিসের বিষয়ে অযথা মিথ্যে,বিভ্রান্তকর বা গুজব ছড়ায় নিজের কার্যসিদ্ধির জন্য, তাদের এড়িয়ে চলাই শ্রেয়।

মুখোশধারি

যারা সামনে ভালো মানুষ সেজে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় এবং আড়ালে বদনাম করে বা ক্ষতি করার চেষ্টা করেন, তাদের থেকে দূরে থাকুন।

আবেগহীন

যারা অন্যের দুর্বলতার অপব্যবহার করেন বা ঠাট্টা করে ও সুযোগ নেন, তাদের কোনোরকম গোপন বা দুর্বলতার কথা বলা থেকে বিরত থাকুন।

VIEW ALL

Read Next Story