বড়ঠাকুরের রোষমুক্ত

কুম্ভে শনি

শনি বর্তমানে কুম্ভ রাশিতে। এই পুরো বছর, শনি এই রাশিতে থাকবেন।

বক্রী

আগামী ২৯ জুনে বক্রী হবেন শনি।

নভেম্বর

আগামী ১৫ নভেম্বর পর্যন্ত শনি কুম্ভ রাশিতে বক্রী থাকবে।

বিপরীত গতি

শনির বিপরীত গতি কিছু রাশির ভাগ্যে আনতে চলেছে বড় পরিবর্তন।

মেষ

শনির বক্রী গতি মেষ রাশির জাতকদের জন্য খুবই উপকারী হতে চলেছে।

মিথুন

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শনির বক্রী হওয়াটা খুবই শুভ হতে চলেছে। সমস্ত কাজ সহজে সম্পন্ন হবে। সম্মান বাড়বে।

সিংহ

সিংহ রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা এই সময়টায় দারুণ ভালো থাকবে।

কন্যা

কন্যা রাশির নানা ক্ষেত্রে উন্নতি ঘটবে। এঁদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।

বৃশ্চিক

এ সময়ে বৃশ্চিক রাশির আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আর্থিক লাভের যোগ। ব্যবসায় শুভ।

মকর

মকর রাশির অর্থভাগ্য ভালো। কর্মক্ষেত্রে শুভ। শনির আশীর্বাদে এঁদের জীবন সুখে-সমৃদ্ধিতে ভরে উঠবে।

VIEW ALL

Read Next Story