শীতে কাবু? কিচেনের এইসব সামগ্রী উষ্ণ রাখবে আপনাকে

Rajat Mondal
Dec 17,2024

রান্নার মশলা

রান্নায় ব্যবহৃত এমন কিছু মশলা রয়েছে যা আপনাকে শীতেও রাখবে উষ্ণ। যেমন হলুদ, আদা, রসুন, দারুচিনি, লঙ্কার মতো মশলা।

আদা

শীতকালে আদা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এটি শরীর গরম রাখার পাশাপাশি কাশি, গলা ব্যাথা সারিয়ে তুলবে।

হলুদ

শীতকালে হলুদ আপনার শরীরকে উষ্ণ রাখার পাশাপাশি হজমেও সাহায্য করে।

দারুচিনি

শরীরকে উষ্ণ রাখার সঙ্গে রক্ত সঞ্চালনও ঠিক রাখে দারুচিনি।

লঙ্কা

নিয়মিত লঙ্কার ব্যবহার আপনার শরীরে রক্তপ্রবাহ ঠিক রাখার সঙ্গে শীতে শরীরকে গরম রাখতে সাহায্য করে।

রসুন

রসুন শরীরকে উষ্ণ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

সবুজ শাক

শীতের মরশুমের শাক স্বাস্থ্যের পক্ষে খুবই প্রয়োজনীয়। এটি কাজে শক্তি যোগানের পাশাপাশি শরীর উষ্ণ রাখতেও সাহায্য করে।

আখরোট

আখরোটে আছে প্রয়োজনিয় পুষ্টি যা ক্যানসার ও হৃদরোগ সারানোর পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখে। শীতে শরীরকে উষ্ণও রাখে।

চিয়া বীজ

শীতে শরীরকে উষ্ণ রাখার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এতে আছে ফাইবার, প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের মতো নানান খাদ্যগুন।

শীতে মাস্ট

কনকনে শীতে নিজেকে উষ্ণ রাখতে হলে এই সামগ্রীগুলি ব্যবহার করতে মোটেও ভুলবেন না।

VIEW ALL

Read Next Story