৩১ ডিসেম্বর শেষ মানেই নতুন বছরের আগমন। আর এই নতুন বছরের শুরুটা কিন্তু প্রতেক দেশেই আলাদা আলাদা সময়ে হয়।
সারা পৃথিবীর মধ্যে নিউ ইয়ার সর্বপ্রথম উদযাপিত হয় কিরিবাতি-তে। এটি মধ্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র। ভারতীয় সময় অনুযায়ী এদেশে নিউ ইয়ার উদযাপন হয় ৩১ ডিসেম্বর দুপুর দেড়টা নাগাদ।
কিরিবাতির পরই যে দেশটি আসে তা হল নিউজিল্যান্ড। এখানে বিশেষ করে, উত্তর দ্বীপ শহর গিসবোর্নে উদযাপিত হয় নিউজিল্যান্ডের প্রথম নিউ ইয়ার।
ভারতীয় সময় অনুযায়ী ফিজিতে নিউ ইয়ার উদযাপিত হয় ৩১ ডিসেম্বর বিকেল ৫:৩০ মিনিট নাগাদ।
ফিজি, সিডনি এবং মেলবোর্ন ও পূর্ব অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরগুলিতে এরপর থেকে শুরু হয় নিউ ইয়ার উদযাপন।
আলাস্কা এবং ফ্রেঞ্চ পলিনেশিয়ার কিছু অংশে বর্ষবরণ অনুষ্ঠান হবে মঙ্গলবারই।
১ জানুয়ারির আগেই নববর্ষ উদযাপিত হয় হাওয়াই তাহিতি এবং কুক দ্বীপপুঞ্জে।
আন্তর্জাতিক সময়ের নিরিখে এখানেই নিউ ইয়ার উদযাপিত হয় সবশেষে।
মধ্য প্রশান্ত মহাসাগরের এই দ্বীপগুলির সঙ্গেই বিশ্বজুড়ে নিউ ইয়ারের উদযাপন শেষ হয়। যেহেতু এই দ্বীপগুলি জনবসতিহীন শুধুমাত্র বিজ্ঞানীদের জন্যই এই দ্বীপগুলি উন্মুক্ত।
পুরো বিশ্বে নিউ ইয়ার সেলিব্রেশন শেষ হতে সময় নেয় প্রায় ২৬ ঘন্টা।