একশোয় একশো! দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনেই ১০০ মিলিয়ন মানুষকে টিকাদান: বাইডেন
আগেই মার্কিন নাগরিকদের ১০০ দিন মাস্ক পরতে অনুরোধ করেছিলেন বাইডেন
নিজস্ব প্রতিবেদন: দায়িত্ব নেওয়ার ১০০ দিনের মধ্যেই তাঁর প্রশাসন করোনাটিকা নিয়ে পৌঁছে যাবে ১০০ মিলিয়ন (১০ কোটি) মানুষের কাছে। এমন আশ্বাসই দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
এমন প্রতিশ্রুতিতে স্বাভাবিক ভাবেই দেশে সাড়া পড়ে গিয়েছে। ট্রাম্প প্রশাসন করোনার ভয়াবহতাকে বরাবরই উপেক্ষা করে গিয়েছে। সেই প্রেক্ষিতে বাইডেন অনেক বেশি সংবেদনশীল। তথ্য বলছে, করোনাভাইরাস প্রায় ১৫ মিলিয়ন আমেরিকাবাসীকে সংক্রমিত করেছে। সে দেশে করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ মার্কিন নাগরিকের।
সাম্প্রতিক এক সাংবাদিক সম্মেলনে বাইডেন তাঁর স্বাস্থ্যমন্ত্রীকে বেছে নেন। সেখানেই তিনি এই কথা ঘোষণা করেন। বাইডেন জানান,তাঁর আমলের প্রথম ১০০ দিনে করোনা ভাইরাস শেষ হবে না, এর জন্য সময় লাগবে। তবে তিনি নিশ্চিত, ১০০ দিনের মধ্যে তাঁরা রোগটিকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবেন। এর ফলে আমেরিকানদের জীবনেও পরিবর্তন আসবে।
also read: ডুডলের মাধ্যমে নোবেলজয়ী কৃষ্ণাঙ্গ অর্থনীতিবিদকে সম্মান জানাল গুগল