ওয়েব ডেস্ক : মাত্র ১২ বছর বয়স তাঁর। আর এই বয়সেই ব্রিটেনে ‘চাইল্ড জিনিয়াস’-এর শিরোপা পেল রাহুল দোশি। ব্রিটেনের একটি জনপ্রিয় টেলিভিশন শোয়ের কুইজে সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ‘সেরা শিশুর’ কৃতিত্ব জিতে নিয়েছে ভারতীয় বংশোদ্ভূত রাহুল। ৯ বছরের রোনানকে পরাজিত করে ‘চাইল্ড জিনিয়াস’-এর শিরোপা অর্জন করেছে রাহুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর ওই ‘চাইল্ড জিনিয়াস’-এর শিরোপা জিতে বেশ খুশি লন্ডন স্কুলের ওই পড়ুয়া। জয়ের পর বেশ ভাল অনুভূতি হচ্ছে বলেই স্বীকার করেছে বছর বারোর রাহুল।


জানা যাচ্ছে, গত সপ্তাহ থেকে শুরু হয় ‘চাইল্ড জিনিয়াস’-এর প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে সমস্ত সঠিক প্রশ্নের উত্তর দেয় রাহুল। এরপর ১৮ শতকে ইংল্যান্ডে চিকিত্সা বিজ্ঞানী এডওয়ার্ড জেনারের আবিষ্কার নিয়েও সমস্ত সঠিক তথ্য বিচারকদের সামনে তুলে ধরে রাহুল। আর তারপরই রাহুল দোশি নামে ওই যুবক সেরার শিরোপা জিতে নেয়। এবং, তাঁকে নিয়ে হইচইও শুরু হয়ে যায় ব্রিটেন জুড়ে।


ছেলের সাফল্যে খুশি রাহুলের বাবা মিনেশ দোশি। ছেলের জয়ে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তিনি। জেতাই তাঁর ছেলের একমাত্র লক্ষ্য ছিল বলেও মন্তব্য করেন রাহুলের বাবা।