ওয়েব ডেস্ক : বিমান দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১৩ জনের। আজ সকালে জাকার্তার পাপুয়াতে দুর্ঘটনাটি ঘটে। ৩ জন পাইলট ও ১০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনার ফলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, ইন্দোনেশিয়ার বায়ুসেনার হারকিউলিস সি-১৩০ বিমানটি খাদ্য সামগ্রী নিয়ে তিমিকা থেকে ওয়ামেনা যাচ্ছিল। ওয়ামেনাতে নামার আগেই খারাপ আবহাওয়াপ জন্য বিমানটি ভেঙে পড়ে বলে প্রথমিক ভাবে ধারণা।


২০১৫ সালের জুন মাসে একই রকমভাবে সেদেশের মেদানে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। একটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে বিমানটি। প্রাণ যায় ১২ জন বিমানকর্মী সহ ১২১ জনের। সেই সঙ্গে মাটিতে থাকা ২২ জনেরও মৃত্যু হয় তাঁদের ওপর বিমানটি ভেঙে পড়ায়।