Star Death: `চূড়ান্ত যৌন হয়রানির শিকার`, ইন্ডাস্ট্রির অন্ধকার দিক প্রকাশের পরই বাড়িতে মিলল মৃতদেহ!
৮ মাস আগে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে হয়রানি নিয়ে মুখ খোলেন ফিল্ডস। জানান, যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হওয়ার কথা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডাস্ট্রির অন্দরমহলের কালো দিকটি প্রকাশ করে দিয়েছিলেন তিনি। মুখ খুলেছিলেন ইন্ডাস্ট্রির ভিতরের অন্ধকার দিকটি নিয়ে। আর তার কয়েক মাস পরই বাড়িতে পাওয়া গেল ২৪ বছরের সেই অ্যাডাল্ট স্টারের নিথর দেহ। বাড়ির মধ্যেই মৃত অবস্থায় পাওয়া যায় নীল ছবির তারকা থাইনা ফিল্ডসকে। ২৪ বছরের থাইনা ফিল্ডস পেরুর অন্যতম পরিচিত অ্যাডাল্ট স্টার ছিলেন।
থাইনা ফিল্ডস নীল ছবির দুনিয়ায় যৌন হয়রানি নিয়ে মুখ খুলেছিলেন। বলেছিলেন, চরম যৌন নির্যাতনের শিকার হতে হয় তাঁকে। থাইনা ফিল্ডস বলেছেন, "প্রথমে অনেকে ভেবেছিল যে আমাকে নিয়োগ দিয়ে তারা আমার সঙ্গে যা চায় তা করতে পারে! কিন্তু না। আমি বাড়িতে এসে স্নান করেছিলাম। খুব কেঁদেছিলাম। এটা আমার সঙ্গে অনেকবার ঘটেছে। একজন মহিলা হয়ে অ্যাডাল্ট স্টার হওয়া খুব-ই কঠিন।"
প্রসঙ্গত, থাইনা ফিল্ডসের আসল নাম অ্যাবিগেল। তিনি ৮ মাস আগে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে হয়রানি নিয়ে মুখ খোলেন। যেখানে স্পষ্ট বলেন, 'প্রাপ্তবয়স্ক ছবি তৈরি শুরু করার পর থেকে আমি যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি।" থাইনা ফিল্ডসের আকস্মিক ও রহস্যমৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
নেটিজেনদের মধ্যে কেউ কেউ প্রয়াত তারকাকে 'ছোট্ট দেবদূত' বলেও উল্লেখ করেছেন। কেউ লিখেছেন, আমরা এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমরা আপনাকে ছাড়া থাকতে চাই না। আপনাকে আমরা আরও একবার দেখতে চাই। কেউ আবার লিখেছেন, আমরা আশা করি কেউ আমাদের এই বাজে খারাপ স্বপ্ন থেকে জাগিয়ে তুলবে। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)