ওয়েব ডেস্ক: কৃষ্ণাঙ্গদের প্রতিবাদ ঘিরে ফের উত্তপ্ত আমেরিকা। ডালাসে বিক্ষোভকারীদের গুলিতে ৩ জন পুলিসকর্মীর মৃত্যু। জখম আরও ৬ জন। জানা গিয়েছে, লুইসিয়ানা এবং মিনোসেটায় পুলিসের গুলিতে ২ জন কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর প্রতিবাদে ডালাসে মিছিল করছিলেন ডেইলি প্লাজা নামে একটি সংগঠনের সদস্যরা। পুলিস মিছিল আটকালে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়। মিছিল থেকে পুলিসকে লক্ষ্য করে গুলি চলে। তাতে জখম হন ১০ জন পুলিসকর্মী। গুলিবিদ্ধ ৩ জন পুলিস অফিসারের মৃত্যু হয়েছে। জখম ৭ জনের চিকিত্‍সা চলছে। ঘটনার পরই এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিস বাহিনী। দেশজুড়ে চলছে তল্লাসি।


আরও পড়ুন সৌদি আরবে বিস্ফোরণে ১২ জন পাকিস্তানি ও ৭ জন সৌদি গ্রেফতার