COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: দক্ষিণ পশ্চিম টেক্সাসের এক বড় পুকুরে ও দিব্যি ছিল। ওর থাকতে একুট বেশিই জায়গা লাগে। আসলে ওর ওজন ২০০ কেজি আর ১১ ফুট লম্বা। সেই লম্বা চওড়া কুমিরটা এখন অনশনে। বড় পুকুর থেকে সরিয়ে ৪০ বছরের এই কুমিরটিকে আনা হয়েছে চিড়িয়াখানায়। ওকে দেখতে বেশ ভিড় হচ্ছে। কিন্তু দীর্ঘকায় সেই কুমিরটি নতুন জায়গায় এসে কিছুই খাচ্ছে না।


চিড়িয়াখানার কর্মীরা বলছেন, প্রিয় জায়গা থেকে সরিয়ে নেওয়ায় ওর রাগ হয়েছে, তাই কিছু মুখে তুলছে না। পুকুর থেকে সরিয়ে নেওয়ার আসল কারণটা হল ও যেখানে থাকত সেখানে স্নান করতে যায় শিশুরা। ফলে বিপদের কথা মাথায় রেখে ওর ঘর পরিবর্তন।