ওয়েব ডেস্ক: কিরঘিজস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ গেল বত্রিশজনের। মৃতদের মধ্যে ছজন শিশুও রয়েছে। রাজধানী বিসকেকের কাছেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘন কুয়াশার মধ্যেই মানস বিমানবন্দরে নামতে গিয়ে পাশের গ্রামে আছড়ে পড়ে টার্কিজ এয়ারলাইন্সের বোয়িং 747। 


নিহতদের মধ্যে গ্রামবাসীই বেশি। মৃতের সংখ্যা বাড়তে পারে। বিমান ভেঙে পড়ায় ৪৩টি বাড়িও মাটিতে মিশে গিয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে চিনের হংকং থেকে তুরস্কের ইস্তানবুলে যাচ্ছিল বিমানটি। দুর্ঘটনার পরে মানস বিমানবন্দরে প্লেন ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে যান সরকারের উচ্চপদস্থ কর্তারা। উদ্ধার কাজ চলছে জোর কদমে। খোঁজ করা হবে বিমানের ব্ল্যাকবক্সের।


আরও পড়ুন- মার্কিন গণতন্ত্রের দুশো পঁচিশ বর্ষপূর্তিতে গোল্ড কয়েনে কৃষ্ণাঙ্গ মহিলা