কান্দাহারে আত্মঘাতী বিস্ফোরণে হত ৪৩ আফগান সেনা
সংবাদ সংস্থা : তালিবানি হামলায় এখনও পর্যন্ত ৪৩ জন আফগান সেনার মৃত্যু হয়ছে। আহত কমপক্ষে ৯ জন। আরও ৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
জানা গেছে, কান্দাহারের একটি সেনা ছাউনিতে টহল দিচ্ছিলেন সেনা জওয়ানরা। সেই সময় হঠাত্ই পর পর দুটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪২ জনের। আহত অবস্থায় উদ্ধার করা হয় ১১ জনকে। তাদের মধ্যে ২ জনের পরে মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে চিকিত্সা চলছে।
বিস্ফোরণস্থলটি ঘিরে রেখে তদন্ত শুরু হয়েছে। ঘটনার দায় স্বীকার করেছে তালিবানরা।