ওয়েব ডেস্ক: বাংলাদেশে আছড়ে পড়ল রোয়ানু। এরই মধ্যে বাংলাদেশে মৃতের সংখ্যা ৫। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এর প্রভাবে ধসও নেমেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সকাল থেকেই বাংলাদেশে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ের প্রবল দাপটে বিভিন্ন জেলায় ঘর-বাড়ি ভেঙেও পড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে ওখানকার জনজীবন। ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


কলকতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ৩৬ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।