পাকিস্তানের পাঁচ উস্কানি
উরির সেনাছাউনিতে ঢুকে ঘুমন্ত জওয়ানদের হত্যা করেছিল পাক জঙ্গিরা। বিশ্বজুড়ে তার নিন্দা হলেও বদলায়নি পাকিস্তানের মানসিকতা। বারবার প্ররোচনায় তা স্পষ্ট। একনজরে দেখে নেওয়া যাক, বেপরোয়া পাকিস্তানের পাঁচ উস্কানি।
ওয়েব ডেস্ক: উরির সেনাছাউনিতে ঢুকে ঘুমন্ত জওয়ানদের হত্যা করেছিল পাক জঙ্গিরা। বিশ্বজুড়ে তার নিন্দা হলেও বদলায়নি পাকিস্তানের মানসিকতা। বারবার প্ররোচনায় তা স্পষ্ট। একনজরে দেখে নেওয়া যাক, বেপরোয়া পাকিস্তানের পাঁচ উস্কানি।
১) আঠেরোই সেপ্টেম্বর উরি সেনাঘাঁটিতে জঙ্গি হানা। আঠেরো জওয়ানের মৃত্যু।
২) বিশে সেপ্টেম্বর কাশ্মীরের নওগামে ফের জঙ্গি হানা।
আরও পড়ুন- পাকিস্তান আক্রমণের ব্লু-প্রিন্ট
৩) একুশে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের ভাষণে সন্ত্রাসবাদী কার্যকলাপকে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন বলে উল্লেখ করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
৪) পচিশে সেপ্টেম্বর পুঞ্চে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন।
৫) এত কাণ্ডের পরে একেবারে পরমাণু হামলার হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর। বললেন, সাজিয়ে রাখতে পরমাণু বোমা তৈরি করেনি পাকিস্তান। যুদ্ধ হলে ভারতকে ধ্বংস করে দেবে পাকিস্তান।