ওয়েব ডেস্ক : ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস হল বৃহস্পতিবার। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উপস্থিতিতে আজ বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস করা হয়। প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিবেগে ছুটবে মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড বুলেট ট্রেন। মাত্র ২ ঘণ্টা ৭ মিনিটের মধ্যেই মুম্বই থেকে আহমেদাবাদ পৌঁছনো যাবে বুলেট ট্রেনে করে। ওই ট্রেনের ভাড়াও সাধারণের বাজেটের মধ্যেই থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী পিয়ুষ গয়াল। কিন্তু, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের যখন শিলান্যাস হচ্ছে, তখন গোটা বিশ্ব জুড়ে কতগুলি দ্রুতগামী ট্রেন আছে জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাগলেভ বুলেট ট্রেন : জাপানে ২০১৫ সালে এই ম্যাগলেভ বুলেট ট্রেন চালু হয়। ঘণ্টায় ৬০৩ কিলোমিটার গতিবেগে ছোটে ওই ট্রেন। ৯০০ জন যাত্রী নিয়েই দ্রুত গতিতে ছুটে চলে ওই ট্রেন।



এলজিভি ইস্ট : ২০০৭ সালে ফ্রান্সে প্রথম চলতে শুরু করে এলজিভি ইস্ট। ঘণ্টায় ৫৭৪ কিলোমিটার বেগে ছোটে ওই ট্রেন।



এলজিভি আটলান্টিক : ১৯৯০ সালে ফ্রান্সে প্রথম চলতে শুরু করে এলজিভি আটলান্টিক। ঘণ্টায় ৫১৫ কিলোমিটার গতিবেগে ছোটে ওই ট্রেন।



বেজিং-সাংহাই এইচএসআর : ৪৮৭ কিলোমিটার বেগে ছুটে চলে ওই ট্রেন। ৪৯৪ জন যাত্রী একবারে ওই ট্রেনে চেপে যাতায়াত করেন।



টিআর ০৯ : জার্মানিতে ৪৫০ কিলোমিটার গতিবেগে ছোটে ওই ট্রেন। প্রয়োজনে ঘণ্টায় ৫০০ কিলোমিটার গতিবেগেও এই ট্রেন ছুটতে পারে।



সিনকানসেন : ৪২৫-৪৪৫ কিলোমিটার গতিবেগে ছোটে এই ট্রেন। এটি জাপানের বিভিন্ন শহরের মধ্যে দিয়ে ছুটে যায়।