ওয়েব ডেস্ক: ১০ পয়সার কয়েন, ২০ পয়সার কয়েন, চার আনা, আধ আনা, এক টাকা, দু টাকা, পাঁচ টাকা, দশ টাকা, এক হাজার টাকার কয়েন, এসবই এখন সবার দেখা। তাঁর মধ্যে কিছু প্রাগৈতিহাসিক হয়েছে আর কিছু কয়েন হাতে পেতে হাত উসখুস আম জনতার। নতুন কিছু বাজারে আসলেই সেটার চাহিদাও থাকে তুঙ্গে, আবার হারিয়ে যাওয়া জিনিসের বাজার মূল্যও আকাশ ছোঁয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই যেমন ধরুন ১ টাকার একটা বান্ডিল যেটায় ১০০টা নোট থাকবে তা কিনতে ব্যয় করতে হয় ৭০০ থেকে ৮০০ টাকা, আবার ১০০০ টাকার কয়েনের জন্য করতে হয় লাকের অপেক্ষা। যেটা আগে দেখছি এখন আর দেখা যায় না, তার যেমন মূল্য আর চাহিদা অনেক তেমনি যা প্রথম বাজারে আসছে সেটা নিয়েও তো আম জনতার উৎসাহের শেষ নেই। 


৬০ টাকার নোট! দেখেছেন? ভারতবর্ষে নেই, বাংলাদেশেই আছে। দেখুন-