ওয়েব ডেস্ক: যুবরাজ। পৃথিবীর সবথেকে দামী মহিষ। হরিয়ানার এই মহিষই নাকি গোটা বিশ্বের সবথেকে দামী মহিষ। দুনিয়ার তাবড় তাবড় কোম্পানির গাড়ির থেকেও বেশি দাম এই যুবরাজের। ল্যাম্বরগিনি, ফেরারি, মার্সিডিস গাড়ির থেকেও বেশি দাম মোষের! ৭ কোটি টাকা। হায়দরাবাদের মোষ উৎসবে প্রথম গোটা দেশের নজরে এসেছিলেন যুবরাজ, এখন গোটা বিশ্ব যুবরাজের দিকে তাকিয়ে। যাকে বলা যায় একেবারে লাইমলাইটে। আর লাইমলাইটে থাকার কারণ যুবরাজের ডায়েট চার্ট। সারা দিনে কী কী খায় যুবরাজ? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৬০০ কেজি ওজনের যুবরাজের সকালের ব্রেক ফাস্ট ১০০টি আপেল। গোটা দিনে ২০ লিটার দুধ দেওয়া হয় যুবরাজকে। ২৪ ঘণ্টার খাবারের তালিকায় আছে ১৫ কেজি ভুষি। শীতকালে কম বেশি মদ্যপানও করানো হয় যুবরাজকে। এখানেই শেষ নয়! প্রতিদিন নিয়ম করে অয়েল ম্যাসাজ করা হয় যুবরাজকে। মাসে ৪ বার যুবরাজের চুলও কাটিয়ে দেন তার মালিক। ১০ জন ভৃত্য রয়েছেন যুবরাজের দেখভালের জন্য। প্রতিদিন যুবরাজের জন্য খরচ হয় ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা। 


আর পরিবর্তে যুবরাজ কী দেয়? দুধ। হ্যাঁ, দুধ। প্রতিবছর যুবরাজের দুধ বেচে অন্তত ১ কোটি টাকা রোজগার হয় যুবরাজের মালিকের।