ওয়েব ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.১। দক্ষিণ মেক্সিকো উপকূল থেকে ৮৭ কিলোমিটার দূরে প্রশান্ত মহাগরের  গভীরে ভূমিকম্পের উপকেন্দ্র ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার স্থানীয় সময় রাত ১০.১৯ মিনিটে কেঁপে ওঠে শহরের বেশ কিছু এলাকা। রিপোর্টে প্রকাশ, মেক্সিকো এবং গুয়েতেমালা সীমান্তে আচমকাই শক্তিশালী কম্পন অনুভূত হয়। প্রায় ৯০ সেকেন্ড স্থায়ী হয় ভূমিকম্প, এমনই জানা গিয়েছে। কম্পনের জোর ঝটকায় ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের তরফে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত, ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে ভূমিকম্পের পর পরই গত শহরে বিদ্যুতসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে, অন্ধকার নেমে আসে গোটা এলাকায়। পাশাপাশি ভূমিকম্পের বেশ জেরে বেশ উত্তর আমেরিকার বেশ কয়েকটি দেশে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। (ছবি ট্যুইটার)