ওয়েব ডেস্ক: ইতিমধ্যে প্রাণ গিয়েছে অনেকের। অনেকেই মানসিক অবসাদে ভুগছে। নীল তিমি-আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। কিন্তু জানেন কি, এই নেপথ্যে কে রয়েছে? কে এর মাস্টারমাইন্ড? শুনলে অবাক হয়ে যাবেন 'ব্লু হোয়েল চ্যালেঞ্জ'র মাস্টারমাইন্ড কে!এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই কিশোরীর বয়স ১৭। রাশিয়ার এই কিশোরীর নাম এখনও জানা যায়নি। পুলিশ এই কিশোরীকে রাশিয়ার খাবারোভস্ক ক্রাই রিজিয়ন থেকে গ্রেফতার করা হয়েছে। এই বছরের প্রথম দিকে ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’-এর উদ্যোক্তা ২২ বছরের ফিলিপ বুডেকিনকে গ্রেফতার করে পুলিশ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই কিশোরীর কাছ থেকে উঠে এসেছে নানা বিস্ফোরক তথ্য। সংবাদমাধ্যমের কাছে রাশিয়ার তদন্তকারীদের দল জানিয়েছে ,


·         যারা ইতিমধ্যেই এই খেলায় প্রাণ দিয়েছে, তাদের মতোই এক কিশোরী এই ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’-এর মাস্টারমাইন্ডদের এক জন।


·         ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’-এ যারা অংশ নিয়েছিল, তাদেরকে আত্মঘাতী হওয়ার জন্য প্ররোচনা দিয়েছে এই কিশোরীই।


·         আর যারা খেলার শেষে আত্মহত্যা করতে চায়নি, তাদের হুমকিও দিয়েছে এই মেয়ে।


·         কখনও তাদের গোপন তথ্য ফাঁস করে দেওয়া, আবার কখনও তাদের পরিবারের কাউকে খুনের হুমকিও দেয় সে।


·         এই কিশোরীও বাকিদের মতোই খেলায় অংশ নিয়েছিল।


·         কিন্তু খেলার সবকটি ধাপ সম্পূর্ণ না করে, সে খেলাটির অ্যাডমিন হয়ে যায়।


·           খেলার অ্যাডমিন হওয়ার পরে এই মেয়ে আরও ভাল করে ৫০টি টাস্ক নিজের মতো করো সাজায়। সে এমন কিছু টাস্ক রাখে, যাতে খেলায় অংশগ্রহণকারী মানসিক ভাবে একেবারে ভেঙে পড়ে এবং আত্মহত্যা করতে বাধ্য হয়।


সংবাদমাধ্যমের কাছে এমনই জানিয়েছে রাশিয়ার তদন্তকারীদের দল।