ওয়েব ডেস্ক: নওয়াজ শরিফের কনভয়ের একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ১২ বছরের এক বালক। মৃত বালকের নাম হামিদ। আজ লাহোর থেকে ২২৫ কিলোমিটার দূরে লালা মুসা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, "হামিদ রাস্তার ধারে দাঁড়িয়েছিল আর তখনই নওয়াজের কনভয়ের একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে। আমরা ছুটে যাই কিন্তু গিয়ে দেখি দুর্ঘটনাস্থলেই ওর মৃত্যু হয়েছে।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছেলের এমন মর্মান্তিক দুর্ঘটনা দেখে জ্ঞান হারান ওই বালকের বাবা। উপস্থিত লোকজন হামিদের বাবাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে জাক্তাররা জানান যে তাঁর হৃদযন্ত্র বিকল হয়ে পড়েছে।


প্রসঙ্গত, পানামা কাণ্ডে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে অপসারণের পর নিজের পক্ষে প্রাচার করতে আজ লাহোরে যান নওয়াজ শরিফ। সেখানেই এমন দুর্ঘটনা ঘটায় গোটা বিষয়টিকে নওয়াজের পরিবার ও পার্টির পক্ষ থেকে দুঃখজনক হিসাবে উল্লেখ করা হলেও একই সঙ্গে মৃত বালককে 'শহীদ' হিসাবে বর্ণনা করা হচ্ছে। পিএমএল-এন নেতৃত্বের মতে 'নতুন পাকিস্তান গড়ার লড়াইতে এই বালকই প্রথম শহীদ'। দলের তরফ থেকে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করে নওয়াজের দলের এমন 'শহীদ রাজনীতি'কে কটাক্ষ করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি।